Saturday, January 26, 2013

প্রেম বাড়ছে


প্রেম বাড়ছে
সভ্যতা বাড়ছে। অসভ্যতা বাড়ছে। সভ্যতার বয়স বাড়ছে। নেতা বাড়ছে,গুরু বাড়ছে,চেলা বাড়ছে,জন্মের হার বাড়ছে,জিনিসের দাম বাড়ছে,কালো টাকা বাড়ছে,খুন বাড়ছে,গুন্ডামি বাড়ছে, সেই রকম প্রেমও বাড়ছে। আগে এতো প্রেমিক,প্রেমিকা ছিল না। যত ফ্ল্যাট বাড়ছে,তত প্রেম বাড়ছে। যত বেকার বাড়ছে তত প্রেম বাড়ছে। আমাদের সময় পর্যন্ত প্রেম ইঁদুরের মত বইয়ের কলে,রুপালি পর্দার ঘোরটোপেই আটকে ছিল। হঠাং বাঁধ ভেঙে দাও,বাঁধ ভেঙে দাও, আহা হাহা, হাহা,হা। এখন ঘরে ঘরে প্রেমিক প্রেমিকা।যদি প্রশ্ন করা হয় ছেলে কি করে?'আঞ্জে প্রেম করে।''দেশে তো চাকরি নেই,আছে সংরক্ষণ। যা নেইতার সংরক্ষণ।''খালি বাটি চাপাচুপি দিয়ে রাখা। খুলে দেখ ফক্কা।'

'তাহলে প্রেম ছাড়া করে কি? জীবনের ছক বাতলান।'